অদ্ভুত মানবতা
আজব অদ্ভুত আঁধারের দুনিয়া
হারায় মানবতা জগত জুড়িয়া
পিতাই হয় সন্তানের হত্যাকারক
পিতাই তার কন্যার, সন্তানের জনক।
মাতাই পথে ফেলে দেয় সন্তানকে;
পিতামাতাই শত্রু হলে, মিত্র তবে কে?
কেমন করে মানুষ বাঁচে
প্রেম-ভালবাসা ছাড়া?
যান্ত্রিকতার কঠিন পরশ
জীবনকে করে হতচ্ছাড়া;
মানবতাহীন মানুষ আজ
তেমনই গতিহারা।
যখন উন্নতির সোপানে
উচ্চ শিখরে সভ্যতা,
যন্ত্রনায় জর্জরিত শোষিত,
পদদলিত হয় মানবতা।
গভীর প্রেমের নিমজ্জন ছাড়া
প্রেমের কবিতা লিখা মুশকিল,
মনুষ্যত্বে মানবতা ছাড়া,
ভালবাসায় হয় গরমিল।