ইচ্ছে করে
মায়ের সাথে একটু কথা বলি
তাঁর হাতটা একটুখানি ধরি
....নাহয় ফোনেই কথা হবে!
যদিও জানি,
মনের ইচ্ছে যে মনেই রবে।
মার মৃত্যুর রাতে
অবুঝ ছোট্র কাঙ্খিতা কেঁদে কেঁদে বলে
'কেন দাদুকে কবরে মোবাইল দিতে ভুলে গেলে'!
আমারও সুতীব্র ইচ্ছা
কবরে গিয়ে হলেও মাকে একটু দেখি
একটুকু কথা বলি...
যদিও আজ রাতেও দেখেছি স্বপ্ন
বলেছি স্বাভাবিক কথা অল্প স্বল্প!
আর কত হব আমি শুধু স্বপ্ন দ্রষ্টা
বাস্তব ছোঁয়ার করবো আপ্রাণ চেষ্টা?
মাগো, ভালো লাগে না তোমাকে ছাড়া
শরীর মনের স্হিরতা যে যান্ত্রিকতায় ভরা।
অনন্ত শয্যার আবেশিত মানবিকতায়
যদি একটু বুলাতে হাত আমার মাথায়;
এ যান্ত্রিক জীবনের হরষে
ধন্য হতো তোমার পরশে!