অবহেলে

মনখারাপ করা বিকেলে
স্নিগ্ধ সন্ধ্যার হাওয়া বয়,
নেই কোথাও মেঘ বৃষ্টির
আবেশিত মহা প্রলয়!

অবহেলে চলেছে দূর-বহুদূরে
উজ্জ্বয়িনী পুরে বিদর্ভ সে নগরে;
সকাল-দুপুর সাঝেঁর মাঝে,
নিঃসীম শূন্য মায়াবনের কাছে!

বলতো; কতটা ভালবাসলে,
নিশুতি রাতে একা একা
দূর নক্ষত্রের নির্জনতা
দিতে পারে পাড়ি?

কতটা ভালবাসলে,
নীল জোছনা মদির গন্ধে,
আনন্দ বিলাসী স্নিগ্ধ সুরভিকে
অবহেলে যেতে পারে ছাড়ি!