নূরের ক্রন্দন
যখনি ব্যথা ছুঁয়ে পেয়েছি ক্রন্দন;
বিধাতা শোনায় ঐ সমুদ্রের গর্জন।
নানান জলের নানান ভাষা,
নূরেরও তেমনই অবদমিত আশা!
মুক্তি মেলেনা আলোয় আলোয়।
আধাঁরেও অসীম দূরত্ব,
প্রতিটি দিবস রজনী নিত্য,
কিন্তু অনুবেদিত সে দূরত্ব সত্য।
প্রতিদিন ডুবে গিয়ে জাগি
সূর্যের আলোর চেয়েও তীব্রতায়,
গ্যালাক্সির পর গ্যালাক্সি দূরে,
নিঝুম কোনো নিরানন্দের স্বত্বে;
তবু পূথিবী শুধায়না কোনো যত্নে।
যার প্রভাবে মৃত্যুর ইচ্ছেটা
অত্যন্ত সুতীব্র হয়ে ওঠে;
বিধাতার প্রতি বেঁচে থাকার
কৃতজ্ঞতাটাও লোপ পায়।