নক্ষত্রের আরজ
ঘুমিয়ে বা জেগে
স্বপ্ন দেখা খুব সহজ,
বাস্তবায়নে তা হয়
আলোকিত আরজ!
মানুষ যদি বাচঁতো
তার স্বপ্নের আয়ুতে
তবে স্বপ্নের পৃথিবী হত
পরিনত স্বপ্নীল আরতে!
নক্ষত্রেরও একদা
আয়ূ শেষ হয়,
তবে মনের ক্ষুদ্রতা
বর্জন কেনো নয়?
হৃদয়ের ব্যথা
দূরের ধূলোয় ছেড়ে,
সব দুঃস্বপ্ন মুছে
হৃদয় জাগুক নূরে।
সূর্যের মতন অমরত্বে
ডুবে নব প্রভাত;
জাগুক সৃজনী তব
এ অনন্ত প্রতিভাত!