কালবৈশাখীর মেঘ বাদলে যেন
শ্রাবণের সদ্যোজাত বৃষ্টিকে উপলব্ধি করি
আমার আমিত্বকে দেখি
নিজের দূর্ভাগ্যের ভয়েই দুখী
যেখানে বৃষ্টির হয় জন্ম
মেঘে বেড়ে ওঠে নব প্রজন্ম।
সেখানে অনন্ত বিরহের হিয়াতল
মানবের মাঝে মানবতার হয় ক্ষয়।
দেবতার নেই কোনো দায়
নন্দন কাননে প্রমোদ ভ্রমনের লীলাখেলায়
কালবৈশাখী, মেঘবাদল আর বৃষ্টির অবলীলায়!
যে পূন্য বা পাপের প্রায়শ্চিত্ত করে একাকী
জীবনযুদ্ধের কন্টকাকীর্ণ পথ খুঁজে ফুলের ফাঁকি।
বসন্তে কৃষ্ণচূড়া, শরতে শেফালী বা
বর্ষায় কামিনীর ঝরা বেলায়
তন্নতন্ন করে খুজেঁও সে
নির্মল প্রেম মেলেনা অবেলায়।
ভালোবাসার জোয়ারে বা আকাশে
ভেসে বেড়ায় প্রেমের ঘুড়ি
নাটাই যার নিয়ন্ত্রণে নেই
সে প্রেম হাড়ায় জগৎ জুড়ি।
কখন যেনো শুনেছিলাম
প্রেম হতে হয় নিয়ন্ত্রণহীন;
তার আবার নাটাই থাকতে হয় কি?
যে প্রেম হাড়ায় তা কোনো প্রেম নয়।
মানবের মাঝে হয় মানবতার ক্ষয়।।