নিয়ন্ত্রিত ঘুড়ির আবেগ
একাকিত্বের সংযম থেকে বেড়িয়ে
পরিযায়ী বলাকার সাথে হারিয়ে,
কবোষ্ণ ছোয়ায় রোদ মাখা মেঘ
উজ্জ্বল পরশে রঙ্গিন ঘুড়ির আবেগ;
এবার আর নাটাই ছাড়ছি না
ঘুড়িকে হারাতে দেব ন...
আকাশে মেঘ এর রাজ্যে
অথবা বিশাল জনারণ্যে।
এই কালসীটে ভাগ্যরেখার
ধূলিমলিনতাই সার নয়,
নাহয় বাকী ভাগ্যটা
গড়ে নেব আমিই
যদি জোটে যোগ্য সঙ্গী।
ভালো থাকুক ফুল পাখী নদী,
ভালো থাকুক মিস্টি বকুল,
চলুক সবার জীবন আকুল…
আমৃত্যু শুভতা নিরবধি ।