নিঃশ্বাসের বাসনা
তোমার জন্যে
কবিতায় আমার,
ছন্দ শব্দ অন্ত্যমিল,
তোমার জন্যে প্রেম বরিষণ,
রৌদ্র জ্বলা ঘোর দুপুর;
তোমার জন্যে পিয়াস জাগে;
সাগর, নদী, বিল ও ঝিল।
তুচ্ছ তখন; যখন দেখি,
তোমার চোখে জল-পুকুর;
তোমার জন্যে এক পৃথিবী
দুঃখ-কষ্ট সব ভুলে..
এক পৃথিবী লিখার তরে,
সহজ পথ নেই যে তাই।
শূণ্যে কোথাও যেন মিলাই
অন্ধকারের ঘূর্ণিমায়।
গান গেয়ে যাই একলা আমি
রূপকথারই পূর্নিমায়।।
তুমি হারালে জানালা খুলে,
নিঃশ্বাসেরই বাসনায়;
শুধুই বাঁচি এক,
অযাচিথ যন্ত্রণায়।।