নিষ্কন্টক হাহাকার
বিকেলের সময়: দিন রাত্রির সন্ধিক্ষন
বন্দী ফ্রেমের সময় হঠাৎ থমকে গিয়ে
পেছনে তাকিয়ে বলে,
ধূর! ব্যর্থ একটা জীবন।
পড়ন্ত বিকেলে কখনও দেখি,
একত্রে সময় নেয়নি তারা বুঝার।
যদিও ছিলোনা অযাচিথ
কোনো বিলাসী সমাহার।
শেকড়যুক্ত বৃক্ষদের
কেমন লাগে রোদ বৃষ্টি ঝড়ে?
অপেক্ষায় মানুষেরও শিকড় গজায়!
কর্মচঞ্চল হাস্যোজ্বল পৃথিবীতে,
শত্রু বন্ধুহীন নিষ্কন্টক বাঁচার শখ
বুঝি বা কারো একার হয়?
যাপিত জীবন
কতটা সহজ বা কঠিন হলে,
একই পৃথিবীর জলে-স্হলে অন্তরীক্ষে;
প্রজন্ম নিয়ে বহুদূরেও পাশে রয়ে যান!
যাপিত জীবন
কতটা আনন্দের হলে,
একদার ভালোবাসা স্পর্শে না প্রাণ!