নিষ্ফলা শস্য
কিছু চাওয়া অমীমাংসিত থাকলে
বিস্ময়ের বয়স বাড়ে না।
ঘষা চশমার প্রতিবিম্বে থাকে আসক্তি;
খুঁজি সেই স্নিগ্ধ হাসির মহাকাব্য
যেখানে রয়েছে গভীর শ্লোকের ব্যাপ্তি।
খরায়-বর্ষায় প্রতীক্ষার কাতারে
বারোমাসি নিষ্ফলা শস্য।
যতিচিহ্নহীন আশ্চর্য গদ্যধারা
ধীরে ধীরে কেটে নিয়ে যায়
তুখোড় বাঁশিওয়ালার দশটি আঙুল!
একই ধরণীর পদতলে জেগে
শীত বসন্ত ক্ষুধা তৃষ্ণার ত্যাগে,
ইঙ্গিতে থেমে যাওয়া সন্ধ্যায়
মন্দা বাতাসের আশঙ্কায় জাগে;
ঐশ্বরিক প্রেমের ধারায় বন্ধা।।