নির্যাতনের ঢেউ
বার বার নমিত হই সৃষ্টিকর্তার কাছে...
একান্ত নিভৃতে সে ছাড়া কে আর আছে!
মা না থাকলে, অভিমান দেখে না কেউ
সব মান হয় নিশ্চিহ্নতায় বিলীন এক ঢেউ!
প্রতিটি অশ্রুকনার যেমন থাকে ভিন্ন কারণ
তেমন জলকনারও থাকে নিজস্ব জীবন!
দেহের বাইরে দেহ, মনের বাইরে মন;
ক্ষণ থেকে যে ক্ষণান্তরে, মন পবনের মরণ!
অনাবাসী সুদীর্ঘ দিন হয় বড়ই মলিন,
পদে পদে যদি না মানো চূর্ণতায় চুনি পান্না;
গাছ না থাকলে যেমন দেখা যায় না তার হাওয়া,
পাতা ভেদেও সে রূপের হতে পারে নানান ভিন্নতা।
একদিন বাইরে যাবো বলে আজ গৃহে বসে আছি
যেখানে শ্রেণিভেদের বিদীর্ণতায় স্বেচ্ছাবন্দী আমি।
কাঁহাতক নিদ্রাহীন ঝড়ে কাটে বিস্মিত দিবাযামি,
একদা দেখি সভ্যতার অন্ধত্বে নির্যাতিত এ ভূমি ।।