নিরন্তর অপেক্ষা
সংসারী বন্ধুরা
প্রায় সব একই রকম!
সময় কাটিয়ে এক সময়
সংসারেই গুটিয়ে যায়।
কেউ তোমার মতন
সসন্তানে সংসার ভাঙ্গে না।
চরম স্বার্থপরতায়
আত্মসুখ আর কি!
মাঝে মাঝেই ভাবি
অপূরণীয় চুক্তিভঙ্গের লেনদেনে
আবার দেখা হওয়া দরকার;
আজ কাল না হলেও
কোনো মহাকালে,
বা অন্য কোনো জীবনে
অথবা অন্য অবয়বে।
দেখা কি হবে না কখনও?
ক্ষমা কি করা যায়!
যদিও জানিনা,
কি ছিলো অন্যায়।
যুগ যুগ পেরিয়েও মানতে
পারিনা এ অসীম কষ্ট!
ভালোবাসার অসম্মান
আর দায়িত্বহীন অনিষ্ট!
তাই অপেক্ষা কে
ভালবাসতে শিখছি,
হয়তো অপেক্ষাতেই
জীবন আরো দূরে নিচ্ছি;
জানোতো,
নিরন্তর দুঃসাধ্য দূরত্বের
নেই কোনো সোপাণ!