নীরব আকাশ
কবিরা অবাক নিশিথে
জানালায় তাকিয়ে দেখে,
অসীম তারাময় আকাশ।
যে কিনা পৃথিবীকে সানন্দে
আগলে রাখে ধকল নির্যাস।
পূর্বাহ্নে প্রেক্ষাপট হেন,
আকাশের প্রেরণায় যেন!
সময় হাতে থাকে খুব অল্প স্বল্প,
জেগে বাস্তবায়ন করো সব স্বপ্ন।
কবির মুগ্ধ প্রশ্নে আকাশ
কিছুটা হয় গম্ভীর,
জীবনের স্বল্প সময়কে
করে জোড় তদ্বির।
সময় থাকে কিছুটা নিরুত্তর
সুর্য উঠলেই সমাধান প্রশ্নোত্তর;
প্রতীক্ষায় কাটে দিন সন্ধ্যায়
রোদ বৃষ্টি বাতাস মন্দায়!
দিন মাস বছর ঘুরে
আসে জন্মদিন,
সময়ে আসে মৃত্যুদিনও;
জীবনের লেনদেনের
হিসেব কষে কর্মফল।
নিঃস্ব সহায় সম্বলহীন
আকাশ দেখে কৌতুহলে,
কবির প্রশ্নোত্তর মেলে কি
তব মরনের পরে?