নির্ঝরের বাস্তব স্বপ্ন
শুধু শূন্যতা জাগে
এমন মুহূর্তে ভাবি,
যেদিন আমাদের
সকাল এক হবে,
সেদিন শোনাবো তোমায়,
সেই রবির করের কবিতাটা!
যেখানে নির্ঝরের
স্বপ্নভঙ্গ হয়েছিলো,
প্রাণের 'পর
জেগে উঠেছিলো
পাখীর গান!
জানিনা,
আর কত দিনক্ষন,
সকাল সাঝেঁর পর,
প্রাণের আবগ বাসনা,
না রুধে,
কাঙ্খিত প্রভাত আসবে!
অথবা, যেদিন সাঝঁবেলায়
একসাথে হব..
সব সঙ্গীত ইঙ্গিতে থামবে,
সব পাখী ফিরবে ঘরে,
সেদিন,
দিন-রাত্রির মিলন ক্ষনে;
দুজন হাত ধরে দেখবো
অনাবিল আশ্বাসের সূর্যাস্ত।
দূর্দিন যা চলে গেছে,
তা আর না ফিরুক,
মুছে যাক সব গ্লানি
আর জ্বরা..
অপেক্ষায় রব,
আগামী প্রভাতের।
যখন সময় হবে;
নির্ঝরের স্বপ্নকে না ভেঙ্গে,
বাস্তব রুপ দেবার।