আদি দিগন্ত, ভাবনা প্রশান্ত
সুখ খুঁজে খুঁজে হই শ্রান্ত,
হৃদয়ের দান ও করুনার সাধনা
নগ্ন বাস্তব,বুঝেও বুঝিনা।
হায়রে মানুষের অহং দর্প,
হৃদয়ের তরে হয় চেতনার খর্ব।।
উড়ন্ত মন, কাটে জীবন
মেঘের উপর ভর করি,
জগৎ চলে স্বার্থ বুঝে
হিত অহিতের কাড়াকাড়ি।
তফাৎ বু্ঝিনি শশী ও নিশির
এ ডাক নয়তো কৃষ্ণের বাঁশির,
অমানুষের অমানবিক চেতনায়
নির্বাক নিয়তির ইতিহাস সভ্যতায়।।