বুকের ভেতর উদ্বেগের মশাল জ্বলে উত্তপ্ত
এ জীবন ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত রক্তাক্ত জলন্ত!
উন্নত দেশের অন্যতম বৈশিষ্ট্য জনগনের নিরাপত্তা
উন্নতি দিয়ে কি হবে যদি হয় স্বাধীন দেশে গনহত্যা
বিভীষিকায় ঘরে বা কর্মক্ষেত্রে আগুনের ভয়
ঘরের বাইরে গাড়ীর চাকায় পিষে মরার সংশয়!
রাস্ট্রের আপাদ মস্তক যেখানে দূর্নীতি আক্রান্ত
আগুন বা সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যাও বিকৃত
দূর্ভাগ্যের নামে যেন সবাই আজ মূল্যহীন মানুষ
উড়ায় উন্নতির মডেল আর ডিজিটাল ফানুস!
ভবের খেলায় করুন মৃত্যুর কী চমকের অপেক্ষা?
আর কতকাল চলবে এসব দূর্ভাগ্যের সমীক্ষা
ভবিষ্যৎদ্রষ্টার দেশে হয় বৃহৎ বার্ণ হাসপাতাল
ফায়ার সার্ভিস সে তুলনায় হয়না ডিজিটাল।
আতঙ্কিত সবাই আছে নিয়ে যে যার প্রাণ
অব্যবস্হা আর দূর্নীতির চাই অবসান
স্বাধীনতার আনন্দে ভয় যেখানে অদৃশ্য শত্রুর
জনগন চায় গ্যারান্টি স্বাভাবিক মৃত্যুর।