নিরাকার
দুঃসময় কাটেনা যেন
আমৃত্যু হাহাকার
ব্যথাতুর জীবন
যদি না হতো নিরাকার
না চেয়েও হয়েছো
কারো মনেরও অনল
হযেছো এক জীবনের
নয়নেরও জল।।
আকাশে তারার বাসরে
জীবনবেলার শেষপ্রান্তে
কি করেছো
একবারও যদি ভাবতে..
জানো তো?
নগর পুড়লে যে
দেবালয়ও এড়ায় না!