নীলাভ আশা
কেন মিছে জাগে নীলাভ আকাশ?
খঞ্জনারা নাচে কেন তবে আর-
ফিঙে বুলবুলিরা কেন
ওড়াউড়ি করে বনে বনে?
যে পথে এগিয়ে যেতে হবে
সেথায় আমরা যে যার পথে
রই একা একা-
নয়নে আঁধার করে আসে,
ধেয়ানে আলোক রেখা।
বলেছিলে,‘আমি তোমাকে
প্রতিদিন দেখিনা কিন্তু,
প্রতিদিনই ভালোবাসি’...
অভিজ্ঞতালোকে দু’যুগ পরে বলি,
যদি কাউকে ভালোবেসে,
সেই ভালোবাসার পূর্ণতা
নাই পারো দিতে, তবে তাকে
ভালোবাসি বলো যেও না;
সে দায় যে,
সবাই নিতে পারেনা।।