সেই চন্ডিদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত
যে ভালোবাসা ছিলো
আজকের ডিজিটাল যুগে তার
স্হায়ীত্ব খুজেঁ পাওয়া ভার।
কালের তিমির রজনী ভেদে
অনাদি কালের হৃদয় উৎস হতে এসে,
আজ সে সঙ্গীবিহীণ।
যান্ত্রিক জীবন বয়ে চলে অমলিন
আর স্মৃতির ধ্রুবতারা বিলীন।
আজকের বৃন্দাবনে কি সে
নিঃস্বার্থভাবে ধান ভানে?
মৃত্যু কিংবা মৃত্যুর মতন
যে কোনো ধ্বংসের উদার মন্ত্র ভালোবাসায়
তাতে তো কখনও কারো
একঘেয়েমীপনা আসার কথা নয়।
এক মুহূর্তেই চে', মাষ্টারদা'র মৃত্যু
যেমন দিশেহারা করে,
বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু ও জীবন
তেমনই বুঝিয়ে দেয়
জীবন মানেই আস্থা ও ভালোবাসায়
বেচেঁ থাকার সংগ্রামে টিকে থাকা।
প্রেম নদী যমুনা আজ বয়ে চলে খরস্রোতে
নীল ধ্রুবতারার প্রশ্নবাণে বিদ্ধ
দিশেহারা প্রেম ভাসে জনস্রোতে।