নেশা
জোনাকীর আড়ালে নীলাম্বরী বাহারে
বহু আগেই ঝিঁঝিঁ পোকারা ছেড়েছে
কীর্তনখোলার প্রেমময় বাঁক।
নিয়ন্ত্রণহীণ নিয়ন আলোর ঝাঁজে
চোখের নেশা তবু কাটেনা আজ!
সবুজ উপত্যকায় অনুর্বর প্রহর,
রোদ্দুর বা মেঘ বুঝে ধরি ছাতা।
কখন অসুস্হ ভীমরুল হূল ফোঁটায়,
আছি অনির্দিষ্ট আশঙ্কার যন্ত্রণায়!
প্রতিনিয়ত টানাপোড়নের জীবনে;
চাকরীটা ধরাবাঁধা,স্কেলে বাঁধা মাইনে।
বহমান সময় চলে ছকবাঁধা আইনে।।