সর্বদা সুখ সাগরে ভাসমান নাবিক;
স্তব্ধ করেছ জীবন পথ হে দার্শনিক!
এক সময়ের প্রিয় সাগরকে নিয়ে হয় দুঃখবোধ
যেন সাগরই কেড়ে নিলো মোর সরল সুবোধ।
অমোঘ অলোক জাহাজের তরে ধরে জীবনবাজী,
অবুঝ সে বুঝলো না যে কি ছিলো কারসাজি!
সত্য হলো সে নাবিকের ধারনা :
পথিকই সৃস্টি করে পথের তাড়না।
আবিস্কার হলো সেথা অচেনা নতুন পথ,
যে পথে নতুন সঙ্গীর বহমান শিথিল রথ।
বদলে যাওয়া নাবিক পুরোনো পথে
আর কখনও পানশী না ভিড়ায়,
সর্বদা ভাবে অমোঘ আনন্দে
অর্জিত সুখ যেন না হাড়ায়।
সাগর নাবিকের নতুন পথের অভিযান
ভাঙ্গামন বুঝে তার স্বার্থপরতার প্রমান।
কষ্টের আগুনে ফেলা নষ্ট জীবনে
সর্বদাই সংগ্রাম রত ভগ্ন হৃদয়ে।
পুরোনা সৈকত করে না কোনো বারন
যেখানে জীবনান্দের বহমান স্মৃতিচারণ
''কোথায় গিয়েছো তুমি এ অবেলায়
মাছরাঙা ভোলেনি তো দুপুরের খেলা!''
এলোমেলো হাওয়ায় যখন সন্ধ্যার ছায়া নামে
অমোঘ তিমির রাত্রিতে সঙ্গীহীন সেথা ধরাধামে।।