মুক্তির বাহানা
যখন তুমি নিজেকে সমর্পনের
অধিকার রাখো না,
তখন তোমায় চাই কি করে?
যদিও ক্ষনিকের তরে হলেও,
আমি তোমারই ছিলাম!
হে ক্ষনিকের অতিথি,
বাধাঁর মতন ছিলো না
মোর কোনো খাঁচা..
খাঁচা ভেঙ্গে উড়ে
তাই তুমি হওনি অচেনা!
সেই চেনা তুমিই খোঁজো
মুক্তির সাহসী বাহানা..
ইমারতের নীল বিষ নিঃশ্বাসে
বাঁধা এ নীড়..
প্রকৃতি বলতে একটুকরো
মন খারাপের বারান্দা...
কখনও ভরা পূর্ণিমায়
ঐ গ্রীল ধরে চাঁদ দেখি;
দেখি তার অপরুপ বালখিল্যতা;
আরও দেখি,
একটু দূরেই হাতির ঝিলের
আরোপিত লেক..
হৃদয় খুড়ে বেদনা জাগে
সাথে জাগে ভরা পূর্ণিমার রাত।।