যদি পাশে না ই থাকো,
তবে জানিনা কি অধিকারে
হৃদয়ে এতটা রক্তক্ষরণ ঘটালে!

প্রয়োজন এ ক্ষতবিক্ষত ক্লেদাক্ত রক্তাক্ত
অফুরন্ত কস্ট থেকে বের হওয়ার আগ্রহ।
নেই ক্ষতি ছাড়া কোনো ভালো,
যদি থাকো ডুবে দুখের কালোয়।

চলো এগোই খুশী হয়ে
নবোদ্যমে নতুনের পথে,
আগামীর সাথী হয়ে
পাশে থাকো সফল মনোরথে।
শুধু যদি পাই মনের মতন সাথী
জ্বালবো মুগ্ধতায় অনন্ত নক্ষত্র বীথি।

মনে যদি থাকে ভালো থাকার ইচ্ছা
করতে চাও ভবিষ্যতে সুখের কিচ্ছা,
যদি বাসতে পারো নিজেকে ভালো,
ভালোবাসায় তবে জ্বালো মনের আলো।