এ বিশ্বে যা কিছু হাসি কান্না হিংসে আর অহংকার
জন্ম মৃত্যুতে বাজে সফলতা এ ব্যর্থতার ঝংকার।
অন্তিম প্রাণপাখীরা যেন মৃত্যুতেই করে সমর্পণ
স্মৃতির কড়ায় মায়ের মৃত্যু বয় যেন রমজান!
আমি দেখেছি জরায় কাতরানো সে মৃত্যুর কলতান!
মাকে আমার পরে গো মনে
দূরারোগ্য ক্যান্সারের কত যে কস্ট একাই সইলো
কত যে শারিরীক মানসিক যন্ত্রণা...
আই সি ইউ র বৃথা চেষ্টায় মৃত্যুতে অবসান!
রমজানেই মা চলে গেলেন এতিম করে আমায়
লিখতে বসেও পারিনা লিখতে চোখ ভাসে কান্নায়
কলম আমার থমকে তাকায় পিছন পানে..
কিছুই দিতে পারিনি প্রিয় মা কে
এই বৃথা জীবনের ফাঁকে।।