মৃত্যুযাত্রার দায়
ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক
ট্রেন চড়ে বুক করে ধ্বিক ধ্বিক!
ভালো থেকো ধান-পাট ফুল-ফল মিষ্টি বকুল,
ভালো থেকো বাবার আত্মা, হয়ো না ব্যাকুল।
জানো তো?
বাবাকে কবরে রেখে এলে
মন কেমন হয় আকুল!
সবাই বুঝে না, জানে না সবাই
যার হারায়,
সেই বুঝে যাতনা বিষের
চড়াই উৎরাই।
ধ্বিক্ ধ্বিক্ ধ্বিক্ ধ্বিক্
ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্
রেলগাড়ী রেলগাড়ী করে আহাজারী
যেতে হবে আরো দূর বহুদূর
আকাশ পাতাল মেঘ বৃষ্টি পাহাড় সমুদ্দুর!
হে বিধাতা,
তুমি নিশ্চয়ই রহমানুর রাহিম
জানো তব সীমানা অসীম!
সুখ দুঃখ আনন্দ বেদনারও দায় হয়
আর জন্মের দায় মৃত্যু পর্যন্ত বহমান রয়।
করিও কবুল এ ইয়াতিমের দোয়া
বাবা মাকে সবাই করিও ক্ষমা
হে অসহায় মানবতা :
কে কাহাকে কতটা সমঝায়!
হে খোদা রাহিম রহমান,
যে জীবন তব দিয়াছো বহমান;
বইতে শক্তি দাও মানবের সম্মান।
(হে রব, হে বাবা মা
রাব্বির হামহুমা কামা
রাব্বা ইয়ানি সাগিরা।)