মরুভূমি
অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না ।
প্রকৃতি নাকি শূন্যস্থান রাখে না?
তবে কেন গো এ হৃদয় ভরেনা?
সুখের সমাধীতে দুখের গান বাজে
মনের নগ্নতা খসে জ্ঞানগর্ভ বাতাসে
নব্যভূবনে অপরাজিতা তবুও সাজে ।
নিরো কী অবহেলে শুধুই বাজাবে বাঁশি?
আর এ হৃদয় ঝরাবে অশ্রু রাশি রাশি ;
আরক্ত সে কপোলে দেখেছ কখনও হাসি?
যদিও জ়ানিনা,
গভীর জলের মাছেরা কি আশায় আছে;
সেথায় জ়ল বা বনভূমি কিছুই তুমি পাবে না ।
মরুভূমিতে জলের যে নেই কোনো গভীরতা
ধরি মাছ না ছুইঁ পানিতে বহমান সম্বর্ধনা..
যেন আসমুদ্রহিমাচলে রুদ্র গভীর করুনা!