অন্তিম কালের অজ্ঞাতবাস
ভেদ করে জেগে উঠি,
সরষ মধুমাসে না শুনি
কোনো মধুমাখা বানী।
মনো কারাগারে কাঁদে
লক্ষী সীতা বন্দিনী,
যেন সে মহামারী
ভীতি এ ধরিত্রীর!
মৃত্যুসম এ বেঁচে থাকা
এক দুর্গম পথ যাত্রীর।
শুধু হেরে যাওয়া ক্রন্দন
আর অবিরত আকুতি
যা হোক একটা দাও কিছু হাতে
একবার মরে বাঁচি।