পরিবর্তন চাই
মানুষের নামে, মনুষ্যত্বের নামে
পরীক্ষা দিয়েছি বার বার, সাক্ষী আছে ইতিহাস।
সময়ের ফেরে লুকায় সময়,হারায় শুধু বিশ্বাস।।
হে মানব,
জুলুমবাজির প্রতিবাদে সব হও একত্রে সোচ্চার
ছোটবড় নয়,থাকবে এবার সবার সমান অধিকার।
হে শাসক,
ন্যায় বিচার ও একটু প্রশান্তি চাই
ফিরিয়ে দাও বিশ্বাস মানবের তরে,
নইলে হব আলোয় ঝলসানো বজ্রপাত
তেজস্ক্রিয়তায় করবো পৃথিবী নস্যাৎ।।
হে অন্যায়কারী,
নিজেই নিয়ন্ত্রিত হও।
নইলে লন্ডভন্ড করে দিব অন্যায় চিন্তার মস্তিস্ক।
শ্রাবণের ধারায় ধুয়ে দেব সব স্বাধীনতার কলঙ্ক।।
আগুন চাই।
প্রমিথিউসের স্বর্গ থেকে চুরি করা সেই
এক চিমটি আগুন!
জ্বালিয়ে দাও যত সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ,দাসত্ববাদ ও ধর্মান্ধবাদ।
গুড়িয়ে দাও যত হিংসা বিদ্বেষ, নৃশংসতা, ক্ষুধা, লোভ,বিত্ত ও বৈভব।
চাই সবুজ তারুন্ন ভরা মানবিক পৃথিবী
প্রাণের উচ্ছ্বাসের মোহাচ্ছন্ন এক রঙিন ছবি।