মনুষ্যত্বের সীমাবদ্ধতা

নারীজাতিকে কোন শুভেচ্ছা,
ভালোবাসা বা কৃতজ্ঞতায়
কোন নির্দিষ্ট দিবসের প্রয়োজন
আছে বলে করি না সমর্থন!

আকাশকে বৃষ্টির কথা শুধালে,  
সে বলে, বৃথা চেষ্টা করো না,
যথার্থ সময় হলেই বৃষ্টি হবে
আগে মেঘ নামুক আঁধার করে।

তেমনি নারীকেও বলি,
নিজের মত করে এগিয়ে চলো।
যদিও জানি ,প্রতিনিয়তঃ নারীর
আধারগুলো শুকিয়ে আসে।

তবুও স্বাধীনতার তৃষ্ঞা আমার
আগে যেমন ছিলো, এখনো আছে।
শুধু আর আগের মতন কাউকে
করি না বিচলিত, বরং হই বিচলিত!

আমার সমস্ত সীমাবদ্ধতাই আমি,
সমস্ত সত্ত্বাতেই রয়েছে মনুষ্যত্ব।
অপেক্ষায় আছি সে সময়ের
যা মানুষের মর্যাদায় উদ্ধত।