ব্যর্থজীবনও খুজেঁ কোনো স্বার্থকতার পথ
মৃত্যুর পূর্বে দেখতে চায় নিশ্চিন্ত মনোরথ।
ফলের পরিচয়ে যেমন পরিচিত হয় বৃক্ষ
তেমনি অবুঝ হৃদয় চায় সঙ্গী সমকক্ষ।
জীবন নাট্যে আমাদের মনোবাগানে
আজও বাতাসে তাদের গন্ধ ভাসে
বিধাতা আড়ালে নতুন দৃশ্যপট রচে।
বিশ্বাস ও অবিশ্বাসে দোদূল্যমান ভবিষ্যতে,
হৃদয়ের অনুরণন ও নবদায়িত্বভার গ্রহণ,
যেন বহমান জীবনের ঘাত প্রতিঘাত।
মনে রেখো,
অতীত শিক্ষায় ভবিষ্যতে এগুনোই যথার্থ দায়,
একই ভুল বার বার করে, করো না হায় হায়!
হে প্রভূ,
করো মোরে সাহস-শক্তি ও দায়িত্বের বাহক,
শেষ ঠিকানা সারে তিন হাত, যত দূরেই হোক।।