মনে রেখো
যদি পৃথিবীর অসুখে হারাই;
মানুষ বেশে সসন্তানে
কন্টকবিহীন পথেই হেটোঁ।
তবে মানুষ হিসেবে।
কথাটা মনে থাকে যেনো।
দোয়া করি,
নিশ্চিন্তে থেকো,
দূর্বিসহ অনিশ্চয়তা
যেনো না ছোয়!
কোনো দরকার নেই
তোমার সে পথ চেনার।
ভালো থেকো, সুখে থেকো,
যেজন্যে তুমি আজও হন্যে।
অনিশ্চয়তার আধাঁর
পথ খুব কষ্টের;
যদি না মিলে আলো
কোনো পথভ্রষ্টের।
এখন তো একটু
হয়েছি স্হির;
যুগ পার হয়ে তব
বন্চনায় বধির।
যখন তুমি সেচ্ছায়
হারিয়ে গেলে,
প্রবল ভাবে খুজেঁও
পাই নি কোনো পথ।
সবাই কি পায় খুজেঁ,
পঙ্খীরাজের রথ?
উষ্ঠায় পথ চেনা বুঝেছি;
জেনেছি অনিশ্চয়তা
কাহাকে বলে ও কি কি!
কোনো গলিপথ চেনা
আজ রয়নি বাকী।।
কি যে অসীম কষ্ট!
ভিটামাটিহীন নারীর
একাকী সসন্তানে
পথ চলা যে কি দূরহ!
শত্রুকেও খোদা যেন
এমন না দেয় বিরহ!