এ এমন এক জিনিস
মনকে না যায় ধরা
না যায় ছোঁয়া
কিন্তু ঠিক যায় বোঝা।
যখন কেউ বোঝে না
তখন সে দূরের মানুষ।
কাছের বন্ধুরা যখন বুঝেনা,
তখন অনেক কস্ট হয বৈকি!

কত কথা যে মন বলে..
অন্য মন কি কখনও বোঝে
এ মনের অভিমান?
মনের সঙ্গে মন হঠাৎ মিলে
আবার হারায় কোথায়?

মনটাকে যত বলি, ও মন—
কার জন্য জমিয়েছো এত বেশি ক্রোধ—
ভালো যদি বাসো তবে ক্রোধকে করতে হবে শোধ,
পারবে কি কখনও করতে শোধ যা আছে রীণবোধ?

সময় তো অনেক কম
মাঝে মাঝেই লাগে অধৈর্য
দেখেছি সমাজের নানান রুপ কদর্য।
এসো তবে সময়কে করি উৎযাপন
মিলে হই একাকার কে পর কে আপন!