মোমবাতির নীরবতা
দূর গগনের তারায়
অহর্নিশি মন হারায় ।
যেখানে হৃদয় পোড়ায়
দায়িত্বের ধোয়ায় ,
সেখানে প্রেম
না গড়া সংসারে
মেঘ চড়া সিঁথিতে
বৃষ্টি ঝড়ায় ।
কেউ কেউ বলে,
চিৎকার করো মেয়ে
দেখি কতদূর যায় গলা …
আমার কাজ শুধু
মোমবাতি হাতে
নীরব থেকে
আহা উহু করা ।
পথ কে শুধালেম,
মানুষ ভুল করে, তুমি কর না?
পথ বলে,
আমার নেই কোনো ভুল
পথিকের দায়ে দেয় মাশুল ।