কি এক অচেনা টান,
মন করে আনচান্।
বুকে চিনচিন কষ্ট,
ভাবতেই লাগে আড়ষ্ট।
ব্যথা নয় অন্য এক
আকস্মিকতার অভয়,
অদৃশ্য অনুভূতি যেন
বেদনার বালুচরে তন্ময়!
কবির কবিত্বে যদি
গভীর অন্তরের কথা শুধাও;
তবে সরলতার আনন্দেও
কেন কষ্টের ভয় দেখাও?
মনে যেন করো না
সহনশীলতার অভাব;
নিশ্চিন্তে পারো জড়াতে
বারান্দাসহ ঘরে ঊণর্নাভ!
অনেক বৃষ্টি ঝরার পর
হলে একমুঠো রোদ্দুর,
হাতে হাত রেখে চলো
পথ চলি দূর বহুদূর!