মধ্যবিত্ত গাঁথা
সাধের জীবন!
হয় কি মনের মতন?
যখন, পথের বাঁকে
যৌবন দারাপুত্র পরিবার!
গুণিতক,যোগ বিযোগ,
ভাগের হেরফে'র!
গুণতে গুণতে করো
জীবনের সময় পার..
যোগ হলে
মজাই মজা অপার!
বিয়োগ হলে
মেজাজ বড়ই বিষম;
ভাগ হ'লে
বেসামাল স্বার্থে অসম!
যদিও জীবনে চলে
নানান বাহানা
তবু রচি এ
মধ্যবিত্ত কাহানা ।
নুন আনতে ফুরায় পান্তা
সে যুগ কেটেছে স্বস্তা!
কিন্তু কম খেয়ে খেয়ে
বয়সকালে হয়েছে অসুখ;
কষ্টে যা জমানো হয়েছে,
তা খরচের সময় শুরু..!
শুধু কি অর্থ?
জীবন যৌবন সময়
সব বিলীন!
এখন!
সারে তিন হাতের জ্বালা
হিসেব কষায় আনো
হজ্জ্ব তসবি মালা!