প্রেম যমুনায় মাঝ দরিয়ায় সাঁতরে আজ
কূল মিলাতে কভূ,
জোয়ার ভাটায় আপন মনে তাঁকেই খুঁজি
সহায় হও গো প্রভূ।
হয়তোবা ভোরের সূর্যকিরণ, নয়তো
বৃষ্টিস্নাত মেঘলা আকাশের রঙধনু,
সূর্যের খেলায় সপ্তরঙের ভেলায়
আাকাশ সুখে-দুখে ভাসবে কভূ কভূ!
জলরঙে আঁকি সূর্য আর তেলরঙের মেঘলা আকাশ,
রঙে রঙে বিভোর জীবন, যেন সুখের স্বপ্নিল আভাস।
সারি সারি রঙীণ আলো;গাছ ফুল নদী প্রকৃতি,
রঙধনু লাজে করে যেন প্রেমের মিছিল সম্প্রীতি।
তিমির রাত্রিতে তুমি কি দুখের জাহাজে
জোনাকীর পাল হবে?
রাতের আধাঁর আকাশ পাড়ি দিয়ে
আবারও স্বপ্ন দেখবো তবে।
নিশি কেটে প্রভাত হবে দীপ্ত রবির আভায়,
ভাসবো মোরা সুখসাগরে জোয়ার ভাটার খেলায়।
রাত্রিতে যে স্বপ্নে ছিলে, ছিলে ঘুমের ঘোর,
তুমিই হবে মন যমুনায় জেগে উঠার ভোর।
শঙ্খচীল আর সাদা বকের নীড় খুঁজে মরি
জীবন সায়াহ্নের ছায়ায়,
ঘাটের মরায় প্রাণ জাগাবো আমরা
কাঙ্খিত সুখের অপেক্ষায়।।