মেঘের সিঁড়ি
আকাশ ও মেঘের সিঁড়িতে নেমে আসা বার্তা
মোর দুয়ারে কড়া নাড়ে না!
কোথায় কেমন আছি, সুধায় না একবারও।
পৃথিবীর দায় তো আকাশ বা মেঘের নয়,
তাই হয়তো!
নিজেকে শান্তনা দেয়া
এই আমি উষ্ণতার খোঁজে;
বয়ে যাই শীতল হাওয়া।
যেখানে স্বপ্নের সিঁড়ি আঁকা এলবামে
সযত্নে রাখা স্মৃতি প্রায় মৃয়মান!
স্বপ্নের দেয়ালে টাঙানো
ঘড়ির সময় বয়;
প্রায় এক তৃতীয়াংশে এসেও
খোঁজে স্বপ্নের সেই আবেশ।
কোথায় সূর্য কোথায় তারা
অন্ধকারে এ মন দিশেহারা।
ইমারতের ছোট্ট জানালায় দেখা
আকাশ ও মেঘের সুদূর সিঁড়ি;
শূন্য অনন্তে বিবর্ণ ধূসর স্বপ্ন,
বোহেমিয়ান ডুবুরী হারায়..
সময় কাটে, ঘড়ি ঘরে ঝোলে;
আর ঝোলে বটবৃক্ষের ছায়া;
ঝুরি বেয়ে অদৃশ্য সম্পর্কে নামে
নিত্য নতুন প্রজন্ম।
আজন্ম লালিত স্বপ্ন মিলায়
মেঘের সিড়িঁতে।।