মায়ার তরণী
চারদিকে দেখিনা আজ মানুষের হৃদয়
ঘৃণার কালো কাপড়ে বাঁধা যে অভয়!
বুক ফাটা এ কান্নার রোলের আহাজারি
কবিতাকে রক্তাক্ত করে ঘৃণার সে ছুরি।
অন্ধকারে যে খোঁজে দায়িত্বহীন প্রেম,
কাষ্ঠ দিবসে দেয় নীল দংশনের আবেশ!
ধরনী বিলীন হয় খররোদের উপবাসে
কড়ওয়াচকের আকুতিতে ঈশানের রণসাজে।
রুক্ষতায় উৎকন্ঠিত পাখির ডানা,
স্তব্ধতা ভাঙ্গে কালবৈশাখীর আমেজে।।
কাঁচা আম কুড়ায়ে খোঁজে সখীরে
সুখে ঢলঢল বিবশ বিভল পদ্মার পাড়িতে!
তব প্রকাশে না কভু অভিমানে চাহিয়া
অক্ষৌহিণী স্বপ্ন ভাসে মায়ার তরণী বাহিয়া।।