মানুষের সবচেযে সুন্দর ও দামী
উপহার হলো সন্মান।
পারস্পরিক সম্মান।
কথা দিয়ে অবহেলা করা
এক প্রকার অসম্মান।
নতুন সম্পর্কে মানুষ অজুহাত খোঁজে
কাছে এসে কথা বলতে,
আর সম্পর্ক পুরোনো হলে অজুহাত দেখায়
এড়িয়ে বাঁচতে।
সত্যিই কি তাই?
মুখ ফুটে সত্য বলায় যদি বাড়ে দূরত্ব;
তবে কি উচিত,
সত্য আড়াল বা গোপন?
কৌশলীরা তাই করে থাকে টিকে
বোকারাই নিজেদেরকে হারায় সম্পর্কচ্ছেদে।
অর্থনৈতিক স্বচ্ছলতায় বাড়ে অহঙ্কার
পারিবারিক পরিচয় বাড়ায় সংস্কার।
আর ব্যক্তিত্বের পরিচয় বুঝায়,
দৃস্টি, স্পর্শ ও মন মানসিকতায়।
আত্মতুস্টি থাকলেই হবে সুখী
বাতায়ন মন খুলে হাসবে,
জীবন আনন্দধারায় বইবে
আর, বাঁচবে পরান পাখী!