মানবানুভূতি
তিন ভূবনে খুঁজি তেপান্তরের মাঠ
প্রজাপতি মন উড়ে বেড়ায় শ্মশান ঘাট
চোখ বুজলে আন্ধার দুুুুনিয়া মূল্যহীন
সবুজের ভীরের প্রজাপতিরা নিস্তব্ধ স্থির।
সুুশোভিত ধরায় বাচোঁ নিয়ে মানবতা
মানবানুভূুতি করো না পরিনত দানবতায়
স্বর্ণালী স্বপ্ন চোখে মৃৃত্যুর লেলিহান শিখায়
অত্যাচারীরও হবে সাজা অভিশাপের উপেক্ষায়।
অন্যায় ভুলে অতিবাহিত ক্ষনিকের জীবনাবর্তন
জগত জুড়ে বিতাড়িত হোক জুলুম নির্যাতন।।