ফুল এনেস্হেসিয়ায় হলো যে সার্জারী
কিন্চিৎ ভয়ে মন করছিলো আহাজারী।
যদি বা ভবে আর জ্ঞান না ফিরে
নেব কি বিদায় আধা দায়িত্বের ভীরে?
অনেক প্রিয় মুখ দেখতে এলো হাসপাতালে
ব্যস্ত আমি ছবি তোলার ছেলেমানুষী আবেগে
এনজয় করি জীবনের সব পরীক্ষা
উল্টো আমিই জীবনকে করি নিরীক্ষা;
দুঃখ আনন্দ ব্যথা যথা তথা,
সময় যে এক সাহসী রুপকথা!
এসো হে মহাকাল নবধারা জলে,
ইতিহাস নিত্য শিখায় অন্তরালে;
নিশ্চুপ শান্ত শ্রান্ত অবশান্ত নির্জিব শরীর মন,
কর্মহীন ছুটিতে ঘুমাবেশের উপকথন!
ক্ষনিকের দেখা থমকে যাওয়া পৃথিবীর গতি
পূনর্জীবন চায় ধ্বংসপাপ ও অমানবিক মুক্তি
চাই নিজ দায়িত্বে সাধ পূরনের অসীম শক্তি
প্রিয়,জাগো ভবে যেথা তাড়ায় প্রেমাসক্তি!
ভাবতে হই আকুল;
লাইফ ইজ বিউটিফুল!!