লাটিম
যেনো কি একটা প্রতীক্ষায় থাকি,
নির্দিষ্ট কোন চাওয়া পাওয়ায় নয়;
অজান্তেই দ্বিধাহীন বিশ্বাস অর্পণে,
কখনও আবার বীপরিত কারো
চাওয়া পাওয়ার অনাবিল বাসনায়,
সৌভাগ্য খোঁজে বিমূর্ত সময়।
দমকা বাতাসের নিভূ নিভূ প্রদীপে,
শতকের পর শতক যায় আসে;
মানুষের পর মানুষ বদলায়!
প্রতীক্ষার প্রহর পায়না সুবিচার;
যেনো রুপোর থালায় চলে,
অচল কড়ির বিচার।।
সময়ের বর্ণ বিপর্যয়ে,
নি:সীম আকাশের নীলে
ব্যথাতুর পাখীর ডানার ছটফটানীতে
কিংবা নরকঙ্কালের অস্হিতে
বহমান সময়ের প্রতীক্ষায় দূর্বিনীত
একটা লাটিম ঘুরে অবিরত!