করোনা অনিয়ম
জ্ঞান থাকলেই জ্ঞানী হয়
কিন্তু অভিজ্ঞতা অন্য বিষয়
বলা, শোনা, বুঝা এবং
কার্যকারীতায় তবুও বিস্ময়!
অনুসন্ধানী মন যদি
সঠিক অঙ্কটা মিলায়,
বেচেঁ থাকার স্বত্তা প্রকৃতি
যেন এ ধরায় বিলায়।
ধর্মীয় আনুষ্ঠানিকতা
জাত ধর্মের বিধি,
সঠিক কর্ম গৌরব
যদি বহে নিরবধি...
মৃত্যু যেন অবধারিত
এ করোনা ক্রান্তিলগ্নে;
তাই করো না অনিয়ম
ক্ষনিকের মোহভঙ্গে।
নিরাপদ সচেতনতায়
রবে সব বিপদে
তবেই মানবজাতি
বাচঁবে এ ভবে।।