কল্পনায় অবগাহি
যে-জীবন ফড়িঙের, দোয়েলের—
মানুষের সাথে তার হয়নাকো দেখা!
এক গাছা দড়ি হাতে যদিও একা-একা...
ভেবে ভেবে মনকে বেঁধেছি একদা
প্রজন্মের দায়ে রইব সদা।
ফুঁড়োয়নি যে মোর প্রয়োজন
এখনও বাকি তব জন্মের আয়োজন।
হলাম নাহয় বলি তাদের পথ গড়ায়
নাহয় জীবন আমার কাটুক
কলমীর গন্ধভরা জলে,
ভেসে যাক সাগরের অতলে...
সে জীবন আমার নয়, হোক না প্রজন্মের!
হয়তোবা তুমি ঠিকই একদিন দেখবে
চারদিকে শত উচ্ছ্বাসিত, জীবনের জাগরণ
কালরাত্রি মুছে নূর আলোকিত সগৌরব।
নববসন্ত প্রভাতানন্দের লেশমাত্র ভাগে
তুমিহীন তোমার চেতনা জাগে।।