ক্লেদাক্ত চাঁদের উঠোন


জীবন তো সংগ্রাম নয়
শুধু আপোষের বোঝা পড়া;
অল্প বা বেশী অক্ষমতা, অবলা কথা
আর অন্তর্গত আঘাত সয়ে বাঁচা।  


পৃথিবীর হিসাব নিকেশ যখন ঘুমায়,
কাঁচের শহরে তখনও উৎসব চলে।
তবুও কিছু ব্যথাতুর হৃদয়ের
গহীন তল্লাটে জেগে উঠে
কিছু স্মৃতি, কিছু মায়া, মমতার
নিগুঢ় পল্লব পত্র
চেতনা খোঁজে যত্রতত্র।  

ভাসতে পারো কি স্রোতের বিপরীতে?  

ভরা কটালের টানে, জীবন শেষ হয়
তবু হিসাব শেষ হয় না।
সেখানে যোগ্যতার উচ্চ শিখরে
আহরন করে মুনাফার দালাল;
জেগে থাকে ঘুন পোকা
জেগে থাকে সাপ।
অমাবশ্যার অন্ধকার ঢেলে
ক্লেদাক্ত করে চাঁদের উঠোন।