এ মন কিছু বলতে চায়
বাঁধাহীন নিঃসঙ্গ অবসন্নতায়।
দূরত্বে আছে মৌনতার সৌন্দর্য
বন্ধনমুক্তি কি আনে আনন্দের মুহূর্ত?
ভুল ধারনায় সময় বয়ে যায়
বেরসিক ভুবনে জাগে আত্মবিস্ময় !
কেমন করে কেটেছে
এতটা জীবন নির্লিপ্ত
যেখানে ফুলের অপেক্ষায়
ভালবাসার বীজ সুপ্ত,
বড় কষ্ট বেঁচে থাকা
ভালবাসা যেখনে বিলুপ্ত।
যেখানে থাকার কথা
ঘৃণা আর ক্ষোভের ফিরিস্তি,
সেখানে জমা হয়েছে
প্রেম ভর্তি কিস্তি কিস্তি !
সেখানে দেখি দু চোখে
প্রেমের এক আশ্চর্য ঝর্ণা,
ফাগুন ফুরালো বলে
অপেক্ষায় ক্লান্ত নীল অপরাজিতা।