অতিরিক্ত সতর্কতার দেশে
করি ভয়ে বসবাস,
অতিরিক্ত টেনশনে
জীবনে বহে নিঃশ্বাস।

অতিরিক্ত কান্না বুকে
মুখে রাখি হাসি,
তবু দেশ তোমায় আমি
মায়ের মতন ভালোবাসি।

বুলবুলি যেন সব ধান না খায় ;
শিক্ষকেেরা মর্যাদা যেন না হারায়!
আগুনে বা এক্সিডেন্টে না মরো
নারী ও শিশুরে নির্যাতন না করো।

শীতের আমেজে বৃস্টিস্নাত হেমন্তে,
পূর্নিমার সতর্কতায় মনের অজান্তে,
সমাজ সংসারে টিকে থাকার স্বার্থে,
মেঘের আড়ালে অমাবশ্যাকে ঢাকতে,
অন্ধকারে হই আলোর ফেরিওয়ালা;
স্বপ্নভরা রাতের প্রভাত রোদেলা!

দীপ জেলে যাই, খুজিঁ রোশনাই।