খোলা জানালা
খোলা জানালায় অপেক্ষায় পেতে সুপ্রভাত
একটুকু রোদ্দুর যেখানে জানায় অবিসংবাদ।
সীমার মাঝে যে তুমি অসীম,
আপন সুর বাজিয়ে নিঃসীম।
খাচাঁর ভেতর যে তুমি পাখী অচীন,
অষ্টপ্রহর বাজে হারানো সুর রাতদিন।
উড়ন্ত পাখীদের নেই কোনো মানচিত্র
শুধু আছে সুনীল আকাশ।
ডানাহীন পাখীর নেই অধিকার
ছুযে দেখবে সে আকাশ বাতাস।
আর যে পাখী মুক্তি পেয়েও
খোঁজে নিরাপদ খাঁচা,
তার মত অধীন কে আছে
বোকামীতে সাধ করে বাঁচা।