কাঠগড়া

অদৃশ্য প্রকৃতির কাঠগড়ায়,
সুনির্বাচনীয় শব্দমালা জমায়,
হৃদয় পংক্তিমালার অশ্রুঝরা
এক দূর্বিসহ অনমনীয় রায়,
সমাজে যা পায় নির্বাসন দন্ড!

কেউ বুঝে না কোথায় সে আর্তনাদ!
এভাবেই চলে অনির্বচনীয় বিনির্মাণ।

স্বপ্ন ভাসে আসমুদ্রহিমাচলে;
কি হয় জীবন থেমে গেলে?
ভাবোনি কিছু আত্মস্বার্থ ছাড়া
পৃথিবী কেনো আগলায়,
এ দিশেহারা মতধারা?