.
কাজল মেঘ
কালো মেয়ে-
চোখে প্রয়োজন নেই কাজলের
সর্বাঙ্গেই কাজল লেগে থাকে।
যে চোখে দেখেছি জোছনার আলো,
হঠাৎ যেনো তা,আঁধার হয়ে এলো।
মেঘের সাথে বসবাস,
বৃষ্টির অপেক্ষায় থাকে;
পাশাপাশি বিছানার বালিশও
যেনো বৃষ্টির অপেক্ষা করে!
আকাশের সঙ্গে কথা হয়
প্রতি নিয়ত: সব কথা!
কিশোর-বেলার নক্ষত্র গুনে;
শোনে, সন্ধ্যাতারার গান!
শূন্যতার এ স্রোতে ভেসে ভেসে,
ঠাঁই খুঁজে বেড়ায়!
আকাশে ঠাই পাওয়া কি
সহজ সাধ্য বলো?
তবুও তার ভাগ্য,
ভাসমান মেঘ যে ছিলো সাথে!